
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া হতে নির্বাচিত সাংসদ বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব- ড.হাছান মাহমুদ এমপি সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ড.হাছান মাহমুদ এমপির সুস্থতা কামনা করে ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউ.পি. সম্মেলন কক্ষে আজ শনিবার সকাল ১০ঃ৩০ মিনিটের সময় শেফায়ে দাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব আবুল কালাম আজাদ চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন সওদাগর ও সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দীন জল্ হ এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজ্জেম সহ অত্র ইউনিয়নের গন্যমান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত, ইউনিয়ন পরিষদের সদস্যরা এই দোয়া মাহফিলে অংশ নিয়ে তথ্যমন্ত্রীর সুস্হতা কামনা করেন।