পারভীন আকতার
মেয়ে আমার রেহনুমা
খায়'যে ভাতে আলু,
আলু কিনতে গেলে দেখি
ঘামায় মাথার তালু।
দিন প্রতিদিন ফুসকা খাবে
আলু ভর্তা সাথে,
এমন দামে সেই আলুটা
কেমনে দেব পাতে?
কেঁদে কেঁদে সারাবাড়ি
তুলছে মাথায় মেয়ে,
সেই বেদনায় এই আমিও
দেখছি কেবল চেয়ে।
..
সস্তা দামে মধ্যবিত্তে
এই আলু-ই পেতো,
সিন্ডিকেটে এই আলুকে
করে তুলল তেতো।
বড়লোকের ফ্রেঞ্চ ইস্টিক
গরম আলু ভাজা,
দামের ঘোড়া নিন্মবিত্তে
যায় দিয়ে যায় সাজা।
আলু সদা সবজি সেরা
ভালোবাসে সবে,
এই আলুটার দামটা ঠিক
দোরগোড়ায় রবে।
..
কিন্তু সেটা আর রইলোনা
দামের ঘোড়া হাঁকে,
সেই বেদনা জ্বলছি আমরা
জীবননদের বাঁকে।