সাংবাদিক নেতা রুহুল আমিন গাজির মুক্তির দাবীতে কক্সবাজারে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার প্রতিনিধিঃ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির কক্সবাজার শাখার সভাপতি সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএফইউজে’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জি.এ.এম আশেক উল্লাহ, কক্সবাজার শাখার সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার, কোষাধ্যক্ষ ছৈয়দ আলম, ইসলাম মাহমুদ প্রমুখ।

এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভা থেকে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত