কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পাহাড়ী যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

পবন পাল কাপ্তাইঃ

কাপ্তাই উপজেলায় পানি বিদ্যুৎ এরিয়া চৌধুরীছড়া এলাকায় কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় ২৩ই অক্টোবর (শুক্রবার) দুপুর ৩টায় ৩০ বছর বয়সী অজ্ঞাত এক পাহাড়ী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার জানান, শুক্রবার দুপুরে চৌধুরীছড়ার কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে কর্ণফুলী নদী হতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। পরে কাপ্তাই থানার এস.আই খলিল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আনসারের নেতৃত্বে যৌথভাবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধ গলিত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং শরীরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত পাহাড়ি ব্যক্তি ৫/৬ দিন পূর্বে মারা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি মর্গে প্রেরণের প্রক্রিয়া গ্রহন করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত