
রাজস্থলী ( রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় এবার ধান্য মরিচের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে হাসির জোয়ার বয়ে অাসছে। জানাযায়,রাজস্থলীর দুর্গম পার্বত্য পাহার বৈশিষ্ট্য ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইনপাড়া, জান্দিমইন ও মুবাছড়ি এলাকায় উচু উচু পাহাড়ে এ মরিচের চাষ করা হয়। পাহাড়ের উপজাতীয় সম্প্রদায়রা গায়ের ঘাস পায়ে ফেলে এ মরিচ চাষে করে। তাদের উৎপাদিত মরিচ দেশের বাহিরে তথা ঢাকা চট্রগ্রাম,, কুমিল্লা,রাঙ্গুনিয়া সহ বিভিন্ন জায়গা সরবরাহ করে থাকে। জান্দিমইন এলাকার কৃষক,রতিমহন তনচংগ্যা জানান, বর্ষা মৌসুমে তারা চাড়া রোপন করে, শীত কাল অাসার সাথে সাথে মরিচ বিক্রি শুরে করে। একেক সময় মরিচের দাম বৃদ্ধি হয়। মুসলমানদের রমজানের সময় এ ধান্য মরিচের দাম আকাশচুম্বি। বুধবার ২৮ অক্টোবর এ দৃ্শ্য দেখা যায় রাজস্থলী বাজারের হাটের দিন। শহর থেকে মরিচ ক্রয় করতে অাসা ব্যবসায়ীরা মরিচ কিন্তে ধুম পড়েযায়। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, প্রতি সপ্তাহে দেখি এ ধান্য মরিচ বাজারে উঠতে দেখি। প্রায় সময় কৃষকরা পরার্মশ নেওয়ার জন্য আমার অফিসে আসে। আমি উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে চাষীদের সাথে মতবিনিময় করার জন্য পরার্মশ দিই। ফলে এবার ধান্য মরিচের বাম্পার ফলন হওয়াতে কৃষকের হাসিতে বন্যাবয়ে যায়।