
মোহাম্মদ রিয়াদঃ
বাসের ধাক্কায় মোহাম্মদ জাকারিয়া (৩২) নামে লোহাগাড়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়ছে।
বুধবার (২৮অক্টোবর) বিকালে পাটিয় বাইপাস সড়কের দক্ষিণ ঘাড়া চৌধুরী বাড়ির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চান্দির পাড়ার মৃত মোহাম্মদ ইসমাইলের পুত্র।পুলিশ জানান,মোটর সাইকেল নিয়ে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়া নিজ বাড়িতে যাচ্ছিলেন জাকারিয়া। বাইপাস সড়কে কক্সবাজার থেকে চট্টগ্রাম দিকে আসা একটি বাসের সঙ্গে জাকারিয়ার মোটর সাইকেলে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) জাকির হোসেন জানান,জাকারিয়ার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটানো হয়ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।