আফরোজা লীনা,
আসিছে ঘনিয়া তিমির রাত্রি
বঙ্গ দেশের পরে
উল্লাসে মাতে হায়েনারা সব
বৃথাই আস্ফালন করে
জাগো বাহে সব তরুনের দল
বজ্রধ্বনি তোলো
একে একে সব মুখোশ ধারির
পিঠের চামড়া খোলো!
এ দেশ আমার এ দেশ তোমার
নাই ভেদাভেদ ভাই
দেশের তরে হই আগুয়ান
স্বার্থ ভুলে যাই।
_________