
আফরোজা লীনা,
ছাড় কইতাছি চুলের মুঠি
ছাড় কইতাছি হাত
এমুন কইরা কিলাইস না আর
খাইস না আমার জাত!
দেনার দায়ে জর্জরিত
আমার বুইড়া বাপ
তোর লগেতে বিয়া দিয়া
করছে মহা পাপ!
পেটে আমার ভাত জোটেনা
পরনে নাই কাপড়
পারিস কেবল কিলাইতে আর
দেখাইস খালি ফাঁপর !
সারা রাইতে নেশা কইরা
পইড়া থাকিস কনে?
এইবার আমি কইয়া দিমু
জানবো জনে জনে!
উপরে তুই ভালো মানুষ
ভেতরেতে গরল
ভাবিস না আর আগের মতই
আছি আমি সরল!
স্বপ্ন দেখি আমি একটা
মাদকমুক্ত জাতির
করলে নেশা আবার যে তুই
করবো না আর খাতির!
দোহাই লাগে ছাইড়া নেশা
আয় না আলোর পথে
মাদকমুক্ত সমাজ গড়ি
হাত রেখে সব হাতে!
=======