আজাদ শাহ :
মাদকমুক্ত বাংলাদেশ চাই- সহজ কথাটি বলে হবে কি কার্যসাধন ? এর জন্য চাই সম্মিলিত প্রচেষ্টা ও আয়োজন। মাদক তো সাধারণ মানুষ বিক্রি করেনা, অসাধারণ মানুষগুলো তাদের কাজে লাগায় দেদার (প্রচুর) আয় করে..... ব্যাংক ভর্তি টাকার পাহাড় গড়ে...
টাকা পাচার করে.... আর পিঠে দলের সাইনবোর্ড লাগায় আর মোটা অংকের টাকা ডোনেট করে মাঝে মধ্যে মসজিদ ও মন্দিরে অনুদান দেয় লম্বা পাঞ্জাবি পড়ে। এদের তো চেনার কেনো উপায় নাই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেনা। এরা অর্থের বিনিময়ে ওদের অতি গোপনে সমর্থন করে। পঁচা অর্থগুলো নেয়া বন্ধ করতে হবে। দয়া করে টাকার দিকে হাত বাড়াবেন না । নিজে বাঁচুন দেশকে বাঁচান। তাহলে মাদকমুক্ত দেশ অবশ্যই পাব । আল্লাহ সবাইকে সুমতি দান করুক। আমিন ।