রাজস্থলীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যােগে ঋন বিতরন ও যুবদিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চাইথোয়াইমং মারমাঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যাগে মুজিববর্ষে অাহবান যুব কর্মসংস্থান এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১) নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, এতে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ রাজস্থলী থানা, মফজল অাহমদ খান,সাংবাদিক অাজগর অালী খান, প্রাথমিক শিক্ষা অফিসার অাবুল কালাম অাজাদ, তথ্য অাফাঅফিসার, রোখেয়া পারভিন, মাধ্যমিক শিক্ষা, বিভিষন চাকমা, অানসার ভিডিপি কর্মকর্তা,মোঃ,অাবদুস সাত্তার, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজামান, সহ বিভিন্ন বিভাগের কর্মচারী যুবক যুবতী গন উপস্থিত ছিলেন। ঋন বিতরনে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সার্বিক সহযোগিতায় যুবক যুবতিদের অাত্নকর্মসংস্থান বৃদ্ধির লক্ষে যে কর্মসুচী হাতে নিয়েছেন তা বলা বাহুল্য। অাপনাদের সার্থে যুব উন্নয়ন ঋন প্রদান করছেন, সঠিক মত কাজে লাগিয়ে বেকারত্ব দুর করে স্বাভল্মভী হয় নিজের পায়ে নিজে দাড়ানোর চেষ্টা করবেন। ফলে বেকারত্ব থেকে মুক্ত হবেন। অালোচনার পর পর প্রধান অতিথি যুবক যুবতীদের মাঝে তিনলক্ষ বিশ হাজার টাকা ঋন প্রদান ও প্রশিক্ষনার্থীদের মাঝে সাটিফিকেট বিতরন করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত