
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়াঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে ভ্রাম্যমান প্রশিক্ষণ উদ্বোধন ও আলোচনা সভা রোববার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান উপজেলা প্রাণিসম্পদ কমর্কর্তা মুহাম্মদ মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ’র নারী ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপ-সহকারী প্রকৌশলী (যুব) পার্বণ চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর, রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) এরশাদ দৌলা। বক্তব্য দেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, মো. জামাল উদ্দিন, বেসরকারি সংস্থা কারিতাস এর কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য, জিয়াউর রহমান, যুব সংগঠক ইস্কান্দর মিয়া তালুকদার, মুসা সিকদার, মো. আবদুল্লাহ, আবদুর রহিম, যুব উন্নয়ন কার্যালয়ের খোরশেদ আলম, মো. শাহ এমরান প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ জন যুবকের মাঝে দশ লাখ টাকার ঋণ ও মাস্ক বিতরণ করা হয়।