
নিজস্ব প্রতিনিধিঃ
মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৭।
গত মঙ্গলবার ৩ নভেম্বর দুপুর ২;৪৫ মিনিটের সময় হালিশহর থানাধীন বড়পুল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন।
আটককৃত আসামিরা হলেন , চট্টগ্রাম মহানগরী হালিশহর থানাধীন মইন্নাপাড়া, বড়পুল এলাকার আঃ লতিফের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৮) ও হালিশহর থানাধীন নতুনপাড়া, হালিশহর হাউজিং, তাহের মাঝির বাড়ীর মোঃ আঃ কুদ্দুস এর ছেলে মোঃ হুমায়ুন কবির (২৭) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন গিলাবাড়িয়া এলাকার হারুন সিকদারের ছেলে মোঃ হাসান মুরাদ রণি (২৭)।বর্তমান ঠিকানাঃ নিউমুরিং আবাসিক ৭নং রোড, থানা- বন্দর, চট্টগ্রাম মহানগরী।
র্যাব-৭,এর পতেঙ্গা বিশেষ ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পা্রি যে, কতিপয় চাঁদাবাজ বিভিন্ন রাজনৈতিক দলের পদ পদবী এবং আইন শৃংখলা রক্ষাবাহিনীর কথা বলে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল ব্রীজ সংলগ্ন আল আমিন শপিং মলের সামনে বড়পুল হতে আনন্দ বাজারগামী বিভিন্ন সিএনজি, মাহেন্দ্র এবং অটোরিক্সা হতে চাঁদা আদায় করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌড়ে পালানোর চেষ্টকালে ৩ জনকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজীর কথা স্বীকার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাজনৈতিক দলের পদ পদবী এবং আইন শৃংখলা রক্ষাবাহিনীর কথা বলে চাঁদা আদায়ের করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।