
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) ঃ.
চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পনের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ এর সাংবাদিকতার ৫০ বছর পদার্পনে আগামীকাল ১১ নভেম্বর বুধবার সকাল ১০. ৩০ মিনিটে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষ কিন্নরীতে তাঁকে সংবর্ধনা দিবে কাপ্তাই প্রেস ক্লাব।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত থাকবেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কর্নফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক বাসস এর স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক কাজী মোশাররফ হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম লাভলু সকলকে অনুষ্ঠানে আসার অনুরোধ জানিয়েছেন।।