
নিজস্ব প্রতিনিধিঃ
গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সহ সভাপতি জনাব আবু জাফর মোহাম্মদ কামাল এর সভাপতিত্বে সংগঠনের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ এয়াকুব হোসেন, সহ-সভাপতি সালামত আলী, যুগ্ন সম্পাদক মোঃ আল ইমরান, আবু তাহের সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর উদ্দীন জহির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইরশাদুল হক ছিদ্দিকী, রাশেদুল হক খোকন, মাজেদুল হক, তপন চক্রবর্তী জুনু, গোলাম কিবরিয়া, নুরুল হুদা জুজু, নাসিরুদ্দিন পাঞ্জাব, সমীর সরকার, শেখ আখতার উদ্দিন, মোঃ আব্দুল কাদের, নুর আহমদ মিঠু, মোঃ ফারুক হোসেন আপন, ফোরকান, মোহাম্মদ সালেহ আহম্মদ ভূঁইয়া, আবুল কালাম, নুরুজ্জামান, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ শামীম, পারুল আক্তার, ফরিদা ইয়াসমিন, মোঃ আশিকুর রহমান, কোহিনুর আক্তার, আখি আক্তার, মোহাম্মদ জসিম।
সভায় বক্তারা বলেন, দেশ যখন বিভিন্ন অত্যাচার অনাচারে নিমজ্জিত ছিল তখন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে স্বেচ্ছায় পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর কাছে ক্ষমতা অর্পণ করেছিলেন। ক্ষমতা গ্রহণ করার পর থেকে উন্নয়নের যে আলোকবর্তিকা এরশাদ জ্বালিয়ে দিয়েছিলেন তাতে ঈর্ষা পর্ষবর্তী হয়ে ১৯৮৭ সালে নূর হোসেন নামক যে যুবক প্রাণ দিয়েছিলেন তার খুনি এরশাদ বলে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ নূর হোসেনের পরিবারকে এখনো পর্যন্ত আর্থিক অনুদান দিয়ে আসছে জাতীয় পার্টি। বক্তারা আরো বলেন, পল্লীবন্ধু গণতন্ত্রের প্রতি আস্থা রেখে ক্ষমতা হস্তান্তর করে যে বিরল ইতিহাস সৃষ্টি করেছিলেন তার জন্য জাতি আজীবন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।