মো. আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম কর্তৃক উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও বাল্য বিবাহ প্রতিরোধে ৩য় শিক্ষা সেমিনার ২৭ নভেম্বর মঙ্গলবার ২০১৮ খ্রিস্টাব্দে রাঙ্গুনিয়া মহিলা কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়। ফোরামের বর্তমান সভাপতি মোস্তফা আজিজের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি এস এম ইকরাম হোসাইন। প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার শীল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক আহবায়ক এম শাহাদাত হোসাইন জুয়েল। অনুষ্ঠানে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
উদ্বোধনী বক্তব্যে উদ্বোধক ইকরাম হোসাইন বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে বলেন, 'অনার্সের আগে বিয়ে নয়, মাস্টার্স হলে ভাল হয় ' এই স্লোগানে পারিবারিক ও সামাজিকভাবে বাল্য বিবাহ রোধ এবং উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণে আমাদের সকলকে একসাথে ভূমিকা রাখতে হবে। কলেজের অধ্যক্ষ অসীম কুমার বলেন,' রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের এই সুন্দর উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যারা এ উদ্যোগের সাথে সম্পৃক্ত আছেন। বর্তমানে মহিলা শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সেইসাথে সরকার ও জনগনকে একসাথে কাজ করে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে। ফোরামের সভাপতি মোস্তফা আজিজ বলেন, 'রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম সবসময় রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের উন্নয়নে তাদের পাশে ছিল, আছে এবং থাকবে।' সেমিনারে আরো উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি মো. এমরান, সহ সাধারণ সম্পাদক রেশমি আক্তার, প্রচার সম্পাদক সুনয়ন তালুকদার,হালিম,আব্দুল্লাহ,কুতুব, ইউসুফ,রিচার্ড সহ প্রমুখ। উল্লেখ্য রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম ইতোমধ্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন কলেজে সেমিনারের আয়োজন করে আসছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফোরামের পক্ষ থেকে জানা যায়।