
আব্দুল হক (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সভা ও বিক্ষোভ সমাবেশ মিছিল পালন করেছে উপজেলা ওলামা মাশায়েখবৃন্দ।
অাজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় হরিরামপুর উপজেলার ঝিটকা হরিরামপুর মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব, শিক্ষক, শিক্ষার্থীসহ সহস্রাধিক মুসুল্লী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ফ্রান্সের পন্য বয়কট করার দাবি জানান।