
মোঃ নাজমুল সাঈদ সোহেল কক্সসবাজার প্রতিনিধি :
নিম্নমানের কাজ সরকারের উন্নয়নের জোয়ারকে প্রশ্ন বিদ্ধ করছে। বর্তমান সরকারের উন্নয়নেে সাথে চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড়ের সিদ্দিক ফিলিং ষ্টেসন হতে শুরু করে হালকাকারা চৌমুনী( আলীর বাপের ঘাট) পর্যন্ত দৃষ্টি নন্দন ২৫ ফুট প্রসস্থ রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ জন্য জনগণ মেয়র মহোদয়কে স্মরণীয় করে রাখবে। এলাকায় ২৫ ফুট প্রসস্থ রাস্তা হওয়াতে বসত বিটার জায়গা, দোকানঘর,চাষাবাদের জমি,এমন কি হত দরিদ্র ব্যক্তি ও ১ টাকা ক্ষতিপূরণ না নিয়ে উন্নয়ন কাজের সহযোগী হয় জনসাধারণ। কিন্ত অতিব দুঃখের সাথে বলতে হয় শুরু থেকেই সংশ্লিষ্ট ঠিকাদার নিয়ম না মেনে, সিডিউলের তোয়াক্কা না করে নিম্ন মানের বালি,পাথর,ইট সহ সকল রমেটিরিয়াল ব্যাবহার করে কাজ শেষ পযার্য়ে চলে আসে। কাজের শুরুতেই এলাকাবাসী দফায় দফায় প্রতিবাদ করলে সিডিউল মোতাবেক কাজ করার প্রতিশ্রুতি দেয়। শেষমেষ কাজের কাজ কিছুই হয়নি। যেখানে সিলেটি বালি আর পাথর দেওয়ার কথা সেখানে মাতামুহুরী নদীর বালি আর স্থানীয় পাথর ব্যাবহার করেছে। যেখানে ১ নং ইট ব্যাবহার করার কথা সেখানে ২ নং ইট। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকার দলের মাননীয় মেয়র হয়ে ও এ ধরনের নিম্নমানের কাজ এলাকার সর্বসাধারণকে হতাশ করেছে। যা সামনের নির্বাচনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কৃষক করিম উল্লাহ জানান,বাড়ীর সাথে লাগায়ো যে টুকু জমি ছিল তা রাস্তার জন্য ছেড়ে দিয়েছি তাতে কোন দুঃখ নেই। তবে দুঃখ বা আক্ষেপ রয়ে যায় একটা বিষয়ে যেখানে নিজের বসতভিটের জায়গা ছেড়ে দিয়েছি সেখানে রাস্তার কাজে এমন ২নং ইট ও নিন্মমানের পাথর দেখে মনটা খুবই খারাপ হয়ে উঠে। এতে অনেকে দেখেও যেন দেখে না। তাই সংস্লিষ্ট মহল ও মান্যবর মেয়র মহোদয়ের দৃষ্টি আর্কষণ করছি।