কাপ্তাই কেপিএম হরি মন্দিরে শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বারনন্দ গিরি মহারাজের ১১২ তম আর্বিভাব তিথি উপলক্ষে গীতাযজ্ঞ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি)ঃ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কয়লার ডিপু কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রীহরি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শনিবার (২১ নভেম্বর) মন্দির প্রাঙ্গনে শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বারনন্দ মহারাজের ১১২ তম শুভ আর্বিভাব তিথি উপলক্ষে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। গীতাযজ্ঞে পুরোহিত্য করেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ ।

এইসময় মন্দির কার্যকরি কমিটির সভাপতি প্রকৌঃস্বপন সরকার, সাধারণ সম্পাদক তপন মল্লিক, ভারপ্রাপ্ত সভাপতি-স্বপন সেন, অর্থ সম্পাদক সজল রায়, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ মল্লিক, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কান্তি ভট্রাচার্য্য, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক উত্তম মল্লিক সহ ভক্তরা উপস্থিত ছিলেন।
দুর-দুরান্ত হতে স্বাস্থ্যবিধি মেনে আসা শত শত ভক্তের উপস্থিতিতে ভাগবতীয় মহানন্দে মুখরিত,উদ্ভাসিত ছিলো শ্রীশ্রীহরি মন্দিরের এবারকার গীতাযজ্ঞ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত