সাতকানিয়ায় ডলু নদীর পাড়ে ব্লকের কাজ উদ্ভোদন অনুষ্টান আবু তাহের জিন্নাহ

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ রিয়াদঃ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলী নগর ডলু নদীর ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণের প্রানের দাবী ছিল ডলু নদীর ভাঙ্গন রোধে ব্লক স্হাপন করা।

তাই ইছামনি আলী নগর ২নং ওয়ার্ডের জনসাধারণের মনের আসা পূরণ করে এজাহার মাষ্টারের বাড়ি সংলগ্ন পুরাতন ব্লক থেকে শফিকের দোকান পর্যন্ত (একশত) মিটার ব্লকের কাজ আজ (০৫.১২.২০২০) উদ্ভোদন করেন ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু তাহের জিন্নাহ সাহেব।
এতে আরো উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার জনাব ফরমান আলী, এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি জনাব আবুল বশর, মোঃ মুছা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল বিশিষ্ট ব্যবসায়ী,মোহাম্মদ শাহাদত,নূর আলম, মোজাম্মেল হক,আব্দু ছালাম,মো আনোয়ার,মোঃখালেক, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত