ফরিদগঞ্জ আওয়ামীলীগর বিক্ষাভ মিছিল ও সমাবশ

নিজস্ব প্রতিবেদক

শিমুল হাছান: ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি :

কুষ্টিয়ায় নিমার্নাধীন বঙ্গবন্ধুর ভাস্র্য ভাংচুরর প্রতিবাদ ৬ ডিসম্বর রাববার দুপুর ফরিদগঞ্জ উপজলা আওয়ামীলীগর উদ্যাগ বিক্ষাভ মিছিল ও সমাবশ অনুষ্ঠিত হয়ছ।
এসময় বক্তরা বলন, “পাকিস্তানর প্রতাত্মারা ফর সক্রিয় হয় উঠছ। এদর বিরুদ্ধ কঠার আদালন গড় তুলত হব। এই গুটিকয়ক উগ্র সাম্প্রদায়িক গাষ্ঠীক প্রতিহত করত হব। যারা জাতির পিতার ভাস্র্য ভঙ্গছ তাদর কানাভাবই ছাড় নয়।” “মুক্তিযুদ্ধর সময় মলবাদী শক্তিক পরাজিত কর এ দশ স্বাধীন হয়ছ, এবারও এই মলবাদী শক্তিক পরাজিত কর দশর প্রত্যকটি উপজলায় ও গ্রাম গ্রাম বঙ্গবন্ধুর ভাস্র্য স্াপন করব। সারা বাংলাদশর কষক সমাজ ঐক্যবদ্ধভাব এই মলবাদী শক্তিক পরাজিত করব।”

উপজলা আওয়ামীলীগর কার্যালয় থক শুরু হওয়া বিক্ষাভ মিছিলটি উপজলা সদরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কর। পর উপজলা আওয়ামীলীগর কার্যালয়র সামন উপজলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক আবু সাহদ সরকারর সভাপতিত্ব বক্তব্য রাখন জলা আওয়ামীলীগর জনসংখ্যা ও স্বাস্য বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, জলা আওয়ামীলীগর ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশম কটকটর, পরসভা আওয়ামীলীগর সধারন সম্পাদক ময়র মাহফুজুল হক, পরসভা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক ও জলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজলা আওয়ামীলীগর সহসভাপতি আবুল হাসন বাবুল পাটওয়ারী, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হাসন স্বপন, পর আওয়ামীলীগর সহ-সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, লিয়াকত পাটওয়ারী, যুবলীগর যুগ্মআহায়ক হাজী সফিকুর রহমান, স্বছাসবকলীগর সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, যুবমহিলা লীগর সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ছাত্রলীগর সভাপতি মাহবুব আলম সাহাগ, উপজলা আওয়ামীলীগর সদস্য কামাল হাসন মিয়াজী, মাহাম্মদ আলী, আবু তালব, পর ছাত্রলীগর সাবক সভাপতি কামরুল হাসান সাউদ, মাহবুব মার্শদ প্রমুখ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত