
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া পোমরা উচ্চ বিদ্যালয়ে মাঠে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বিকেলে কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত খেলায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক মো. আব্দুল করিম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ নেতা ও রাঙ্গুনিয়া পৌর মেয়র শাহজাহান সিকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, আ.লীগ নেতা শফিউল আলম, ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দীন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আহমদ আলী নঈমী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, খেলা পরিচালনা করেন মো.রাহাত,মো.গোলাফ প্রমুখ।