কাপ্তাই হতে অংসুইছাইন চৌধুরী এবং দীপ্তিময় তালুকদার হলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি)ঃ

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হলেন কাপ্তাই উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এবং বিগত কমিটির সহ -সভাপতি দীপ্তিময় তালুকদার। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে রাঙ্গামাটি জেলা পরিষদ নতুন কমিটির তালিকায় তাঁদের নাম প্রকাশ করা হয়। এদিকে কাপ্তাই উপজেলায় নির্বাচিত দুই জন জেলা পরিষদ সদস্যের নাম প্রকাশিত হবার পরপর তাঁদের উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানানো হচ্ছে।
কাপ্তাই উপজেলা হতে নির্বাচিত জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ইতিপূর্বে দুইবার জেলা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং একবার তিনি কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে নতুন সদস্য হওয়া দীপ্তিময় তালুকদার একজন তৃনমূল হতে উঠে আসা আওয়ামীলীগের নেতা। তিনি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এক প্রতিক্রিয়ায় ২ জন সদস্য এই প্রতিবেদককে জানান, তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা দীপংকর তালুকদার এমপির প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত