দোহাজারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ রিয়াদঃ

দোহাজারীতে হানিফ পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে।
গত রোববার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে দোহাজারী পাঠানপূল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীরপাড়া বাসিন্দা আবদুল বারেকের পূত্র সাইফুল ইসলাম(৩৮) তার ছেলে মোহাম্মদ জাবেদ (১২) গুরুতর আহাত হলেন সাইফুল ইসলামের স্ত্রী ডলি আকতার(২৮)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) ইয়াছির আরাফাত জানান,ওভারটেক করার সময় হানিফ পরিবহনের বাসের ভিতর মোটরসাইকেলটি ঢুকে যায়।এসময় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হন আর মোটরসাইকেল আরোহী স্ত্রী গুরুতর আহাত হয়।পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত