
মো: আব্দুল্লাহঃ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত মরিয়মনগর ও ইছামতি এলাকার
শতাধিক পরিবার প্রতিনিয়ত নদীর চর ভাঙ্গনের ফলে নিজ ভিটে বাড়ী হারার আশঙ্কায় দিনযাপন করছে। নদীতে জেগে উঠা বিশাল চর প্রতিদিনই বিলীন হচ্ছে নদী গর্ভে। ফলে নদী পাড়ের এলাকাগুলোতে বসবাসরত মানুষের মাঝে এক প্রকার ভয় কাজ করছে। যেকোনো সময় এলাকাগুলো নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এ
ব্যপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য গত বছর এলাকার সর্বসাধারণ মিলে এক মানববন্ধনও করে, ঐ মানববন্ধনে ২৪ ঘন্টার আল্টিমেটামও বেধে দেওয়া হয়, কিন্তু এতদসত্তেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে গত এক বছরে বিশাল চরের অনেকাংশ নদীর বুকে বিলীন হয়ে যায়। এভাবে ভাঙ্গতে থাকলে নদীপাড়ের কয়েকশত পরিবার আশ্রয়হীন হয়ে পড়বে। তাই এলাকার সকলের দাবী
কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে পাড় ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করে। অন্যথায় তাদের ফসলি জমিসহ নিজ ভিটে বাড়ী হারিয়ে পথে বসতে হবে।