
চট্টগ্রাম কদমতলীস্হ ট্রাক মার্কেটে বন্দোবস্তকারী ও সকলের মাঝে মাক্স বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি, চট্টগ্রাম জিলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক কাভার্ডভ্যান বন্দোবস্তকারী সমবায় সমিতি সমন্বয়ে,পণ্য পরিবহন ট্রাক কাভার্ডভ্যান মার্কেট অপরাধ প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে আজ ২০ এ ডিসেম্বর এই কর্মসূচি পালন করেন। উক্ত প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন,প্রধান বক্তা আন্তঃজিলা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিউর রহমান টিপু।অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জিলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সফিকুর রহমান সফি,আলো সিড়ি ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মোস্তাক, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি শিব্বির আহম্মেদ ওসমান ও সমবায় সমিতির সভাপতি মোঃ নুরু, সাংগঠনিক সম্পাদক আব্দুর হালিম সদস্য মোঃ আফছার উদ্দিন মিয়া, সমিতির সাধারণ সম্পাদক মোঃনুর খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন, দেশের ভিবিন্ন প্রান্তে পন্য পরিবহনের জন্য যে সকল ট্রাক ও কাভার্ডভ্যান দৈনিক ভিত্তিতে প্রয়োজন হয় সেই সকল পরিবহনের যোগান ট্রাক মার্কেটে উপস্থিত বন্দোবস্তকারীরা দিয়ে থাকে।স্থায়ী ও ভাষমান মিলে ৩০০-৪০০ জন ব্রোকার প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যায় 7 টা পর্যন্ত মার্কেটে উপস্থিত থেকে প্রয়োজনিয় সংখ্যক ট্রাক /কাভার্ডভ্যান সরবরাহ করে থাকেন। এই সমস্ত গাড়ী পন্য পরিবহনের সময় অনেক ক্ষেএে, অপহরণ হয়, দুর্ঘটনা কবলিত হয়, পাশাপাশি বহিরাগতরা মার্কেটের শৃংখলা নষ্ট করে।কোন কোন ক্ষেত্রে গাড়ী সহ পন্য গায়েব হয়ে যাওয়ার মত ঘটনা ও ঘটে। যারপরিপ্রেক্ষিতে পন্য পরিবহন মার্কেটের অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থাকে সার্বিক সহযোগিতা এবং পন্য পরিবহন ব্যবসায়ীগন সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচলনার সুবির্ধাথে বন্দোবস্তকারীগণ যেন তাদের পরিচয়যুক্ত আইডি কার্ড পরিধান করে অএ মার্কেট কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন। এ সময় বক্তারা বলেন,নো মাস্ক নো এন্ট্রি,নো কার্ড নো ওর্য়াক।