প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২১, ৭:১২ পূর্বাহ্ণ
মহেশপুরে পুলিশের হাতে গাঁজা সহ ৩ জন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মহেশপুরে ১ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ ।
জানা গেছে মঙ্গলবার গভীর রাতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ উপজেলার চুন্নিরাইট গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আব্দুল ওয়াহেদ (৫০) একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র আল মামুন(২৩) ও পুরতান কোলা গ্রামের হোসেন আলী ব্যাপারীর পুত্র দেলোয়ার হোসেন ওরফে টেলি (৩৫)কে চুন্নিরাইট সুইচ গেট ব্রীজের উপর হতে আটক করে।
এব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে ঝিনাইদহ কোট আদালতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.