
নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সি আইপি হেলাল উদ্দিন মহোদয়ের নেতৃত্বে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের দেশে অবস্থান রত সকল সদস্য ও প্রতিনিধি উপদেষ্টা সবাই মিলে এক সাথে চট্টগ্রাম জাতীয় শহীদ মিনারে সকল ১৯৫২ এর মাতৃভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় শহিদ মিনারে পুষ্প অর্পন করেন।এবং পুষ্প অর্পন শেষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন খন্দকার সিআই পি বলেন শহিদদের রক্তে রঞ্জিত হয়ে ৯ মাস যুদ্ধের পর আমরা এক স্বাধীন দেশ পেয়েছি।যুদ্ধের সময় হানাদার বাহিনী কে পরাজিত করে তাদের হাত থেকে আমাদের মাতৃভাষা ফিরিয়ে এনেছে। দেশের জন্য দেশের মানুষের জন্য যে ত্যাগ করে গেছেন তা আমরা কখনো ভুলতে পারবো না। চট্টগ্রাম_প্রবাসী ক্লাবের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।