
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী ওরশে রাহাতিয়া ও হযরত বিমিল্লাহ শাহ(রহঃ)এর ওরশ উপলক্ষে ফ্রি খতনা ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন করেছেন আঞ্জুমানে শায়দা-এ মুস্তফা বাংলাদেশ।
মঙ্গলবার(২৩ফেব্রুয়ারি)সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খতনা ক্যাম্প ও চক্ষু শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মুহাম্মদ ইসমাইল হুসাইন এর পরিচালনা ১০-১৫জন শিশুকে ফ্রিতে খতনা করা হয় এবং ন্যাশনাল চক্ষু হাস্পাতালের পরিচালনায় ও মুহাম্মদ নুরুল আজম হক(জিকু)’র সহযোগিতায় চক্ষু শিবিরে ৩জন ডাক্তার ১৬০জনকে চক্ষু সেবা প্রদান করেন।
এইসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহজাদা মাওলানা সৈয়দ মোস্তফা কাউছার নঈমী, পীরে ত্বরিকত মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী আশরাফী, সংগঠনের আহবায়ক শাহজাদা সৈয়দ মোরশেদ নঈমী, সদস্য সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম আত্তারী, সদস্য মুহাম্মদ ওবাইদুল মোস্তফা রিপন, জাদ্দাম হোসাইন, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ জুয়েল রানা টুটুল, মাওলানা মুহাম্মদ ইমাম হোসাইন, দিদারুল ইসলাম প্রমুখ।