
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি)ঃ
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫ টি হালকা যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সেই সাথে ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারী) উপজেলা সদর বড়ইছড়ি কাপ্তাই সড়কে উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সড়ক পরিবহন আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটর সাইকেল চালানো এবং ফিটনেস বিহীন গাড়ী চালানোর অপরাধে এই মামলা এবং জরিমানা আদায় করেন।
কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।