নবাবগঞ্জে রান্না করা গরুর মাংসে আল্লাহু আকৃতির লেখা দৃশ্যমান দেখতে হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ

পাথরে,গাছের পাতায়, মাছের গায়ে আরবি বর্ণে ‘আল্লাহ’ শব্দটি রয়েছে এমন কথা শোনা যায়।
এবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর(হরিপুর) বাজার এলাকায় গরুর মাংসে আরবি লেখা ‘আল্লাহু’ শব্দটি অস্পষ্টভাবে বোঝা যায়।
সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায় ইসলামপুর বাজার বাশটেক গ্রামের আছাদুল ইসলামের বাড়ীতে গরুর মাংসে আল্লাহু লেখা দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমায়।
বাড়ীর কর্তা আছাদুল জানায় , রবিবার সকালে নবাবগঞ্জ বাজারের কসাই মজমুলের নিকট থেকে গরুর মাংস নিয়ে এসে রান্না করলে হঠাৎ একটি মাংসের টুকরো আল্লাহ লেখাটি আমার স্ত্রী দেখতে পায় হাড়ির উপরে ভেসে উঠে যার মধ্যে আরবীতে আল্লাহু লেখা রয়েছে।
বিষয়টি দেখে প্রথমে বাড়ীর লোকজন বিস্মিত হয়ে যায়। পরে এলাকাবাসীকে জানালে হাজারো জনতা ঐ মাংসের টুকরো দেখার জন্য ভীড় জমাতে থাকে।
এ বিষয়ে হরিপুর কওমী মাদ্রাসার হুজুর মোঃ তাজুল ইসলাম বলেন আমি বিষয়টি বাজারে শুনে দেখতে যাই এবং আল্লাহ লেখাটি দেখতে পাই মনে হচ্ছে খাদাই(ডাইস করা)।
নবাবগঞ্জ বাজারের মাংস বিক্রতা মজমুলের সহকারী হারুন বলেন আমরা কাচা মাংসে এমন কিছু দেখতে পাই নি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত