নিজস্ব প্রতিনিধিঃ
জানাযায় রাঙ্গুনিয়া সাহাব্দি নগর মধ্যম পারুয়া গ্রামের নিয়ার বাপের বাড়ি র ছিদ্দিক আহমেদ এর মেয়ে একে এলাকার সাহাব্দি নগর গ্রামের দিদারের স্ত্রী জয়নাব বেগম গত ১৮ই ফ্রেবরুয়ারী২১ তারিখ বিকাল তিনটায় স্বামী দিদারের ঘর হয়েতে স্বর্ণালঙ্কার সহ দুই বাচ্চা নিয়ে পালিয়ে যায়, এই ব্যপারে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানায় একটা অভিযোগ করেন স্বামী দিদার। স্বামী দিদারের ভাষ্য মতে গত কিছুদিন আগেও আর একবার এই ভাবে পালিয়ে গেলে দিদার চট্টগ্রাম অক্সিজেন এলাকার হয়তে খবর পেয়ে বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে এক সাপ্তাহ থেকে আবার গত ১৮ ফেব্রুয়ারী২১ বিকাল তিনটায় ঘরের লোকজনকে ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার নগত টাকা ও দুই বাচ্চা নিয়ে পালিয়ে যায়। আমি আমার বাচ্চাদের ফেরত পাওয়ার জন্য সবার কাছে অনুরোধ করছি মোঃ মাহিন ও মোঃ আলভি আমার স্ত্রী জয়নাব বেগম দেখা মাত্র আটক করে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানায় অথবা মোবাইল নাম্বারের 01814986473, 01819532625 যোগাযোগ করার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।