আজকের কর্ণফুলী ডেস্কঃ
শনিবার (১ ডিসেম্বর) নগরের টাইগারপাস এলাকায় ট্রাফিক পুলিশ যানজট নিরসনে বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন হারুনুর রশিদ হাজারী। নগরের যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। এ উদ্যোগের আওতায় ট্রাফিক পুলিশের ১০ সদস্যের একটি ভ্রাম্যমাণ দল নগরজুড়ে যানজট নিরসনে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাজারী।
নতুন সংঘটিত এই টিম নগরের এক জায়গায় অবস্থান না নিয়ে যে জায়গাগুলোতে বেশী যানজটের সৃষ্টি হয় সেই পয়েন্টে দায়িত্বরতদের সাথে কাজ করবে বলে জানান তিনি।