
নিজস্ব প্রতিনিধিঃ
সঞ্জয় ধর কে মহোৎসবে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালবাসার সিক্ত করলেন সুয়াবিল বারামাসিয়া সেবা সংঘ। সঞ্জয় ধর সুয়াবিল বারামাসিয়া সেবা সংঘের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন মন্দির পরিচালনা কমিটির ভালোবাসা আমি আজীবন মনে রাখবো, সেবা সংঘের সুখে দুঃখে সব সময় থাকবো, আজ সেবা সংঘের পক্ষ হইতে আমাকে যেটুকু সম্মান দিয়েছে তার জন্য কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।