
কাপ্তাই (রাঙ্গামাটি)
করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, রাঙ্গামাটি পুলিশ সুপারের নির্দেশক্রমে রবিবার( ২১ মার্চ) কাপ্তাই থানা ও চন্দ্রঘোনা থানার উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এইসময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে কাপ্তাই জেটিঘাট, পল্টন একালায় করোনা ভাইরাস (কেভিড-১৯) এর সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরন করা হয়। এসময় জনগনকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলার নিদের্শনা প্রদান করা হয়।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ এর সদস্যরা রাইখালী, ফেরিঘাট সহ বিভিন্ন জনবহুল স্থানে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেছেন। এইসময় জনগণকে স্বাস্থ্য বিধী মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।