সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি :

সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর, বুধবার দুপুরে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বস্তল এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুন গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা গোলজার প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,জেলা যুবদলেরসাবেকসহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু,উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা,জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।এসময় প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত