
আজকের কর্ণফুলী ডেস্কঃ
শনিবার (১ ডিসেম্বর) নগরের টাইগারপাস এলাকায় ট্রাফিক পুলিশ যানজট নিরসনে বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন হারুনুর রশিদ হাজারী। নগরের যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। এ উদ্যোগের আওতায় ট্রাফিক পুলিশের ১০ সদস্যের একটি ভ্রাম্যমাণ দল নগরজুড়ে যানজট নিরসনে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাজারী।
নতুন সংঘটিত এই টিম নগরের এক জায়গায় অবস্থান না নিয়ে যে জায়গাগুলোতে বেশী যানজটের সৃষ্টি হয় সেই পয়েন্টে দায়িত্বরতদের সাথে কাজ করবে বলে জানান তিনি।
হাজারী বলেন, সিএমপির ট্রাফিক বিভাগে জনবল সংকট থাকায় প্রতিটি পয়েন্টে যানজট নিরসনে কষ্ট হতো। আশা করছি নব গঠিত এই মোবাইল টিমের সহযোগীতায় যানজট আরো দ্রত কমবে। প্রাথমিকভাবে এই টিমের কার্যক্রম পযবেক্ষণ করে আমরা পরবর্তীতে টিম আরো বাড়াতে পারি।